বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ কবি সানজিদা আক্তারের কাব্যগ্রন্থ “রুপনেহারি”

এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ কবি সানজিদা আক্তার এর কাব্যগ্রন্থ “রূপনেহারি”। কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে জলছবি প্রকাশন যার বইমেলায় স্টল নম্বর ৫৬৯।

এ ব্যাপারে রুপনেহারি কাব্যগ্রন্থের লেখিকা সানজিদা আক্তার বলেন, এটা তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ। তিনি তার পড়াশোনার ফাঁকে ফাঁকে সাহিত্য চর্চা করেন এবং পাশাপাশি তিনি আবৃত্তিও করে থাকেন। সানজিদা আক্তার আরো বলেন, পড়াশোনার পাশাপাশি লেখালেখি চালিয়ে যাবো ইনশাআল্লাহ।

কাব্যচর্চা এবং সাহিত্যচর্চা করে যেন ভবিষ্যতে কবি সুফিয়া কামালের মতো কবি হতে পারি সে দোয়া চাই দেশবাসীর কাছে।

উল্লেখ্য, সানজিদা আক্তার পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ বন্দরে ২০০৭ সালের ২২ জুন জন্মগ্রহণ করেন। পিতা মোঃ শাহাদাত হোসেন চায়না কোম্পানির একজন কর্মকর্তা এবং তার মায়ের নাম মিসেস আখি আক্তার। দুই বোনের মধ্যে সানজিদা বড়। ৫৬ নং মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীতে এ প্লাস এবং মঠবাড়িয়া কে এম লতিফ ইনস্টিটিউশন থেকে অষ্টম শ্রেণীতে এ প্লাস পেয়ে বর্তমানে বিজ্ঞান বিভাগে নবম শ্রেণীতে অধ্যয়ন করছেন। লেখালেখিতে তার মা- বাবাই প্রধান উৎসাহদাতা এবং মঠবাড়িয়ার তরুণ কবি মেহেদী হাসান এর প্রতি তাঁর অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *