যুক্তরাজ্যে নতুন করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু

প্রাণঘাতী করোনা ভাইরাসের নতুন একটি ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু হয়েছে যুক্তরাজ্যে। আগামী কয়েক সপ্তাহে প্রায় ৩০০ জনের শরীরে করোনার এই নতুন ভ্যাকসিনের ট্রায়াল হবে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি ।
লন্ডনের ইম্পিরিয়াল কলেজের অধ্যাপক রবিন শ্যাটক এবং তার সহকারিরা মিলে যে ভ্যাকসিনের গবেষণা করেছেন, তার ট্রায়াল হিসেবে ৩০০ জন স্বেচ্ছসেবক ইতোমধ্যেই বেছে নেওয়া হয়েছে ৷ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এর আগেই মানবদেহে করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু করেন ৷ পুরো বিশ্বে প্রায় ১২০টি কোভিড ভ্যাকসিন প্রোগ্রাম চালু রয়েছে ৷ সাফল্য দ্রুত পাওয়া যাবে বলেই আশাবাদী গবেষকরা ৷
লকডাউন কাটিয়ে উঠে গোটা বিশ্বেই মানুষ নিজেদের দৈনন্দিন কাজে ফিরলেও এখনও করোনা আতঙ্ক থেকে মুক্ত নয় কেউই ৷ তাই ভরসা একমাত্র ভ্যাকসিনই ৷ করোনার প্রতিষেধক কবে পাওয়া যাবে, তা নিয়ে অপেক্ষায় রয়েছে পুরো বিশ্ব।
ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯৫ লাখ ১০ হাজার ১৬১ জন। মারা গেছেন ৪ লাখ ৮৩ হাজার ৮২১ জন।

Originally posted 2020-06-25 14:52:09.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *