যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করলো চীন

যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার বার্তা দিলো চীন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কুইন গ্যাং এক সাক্ষাতকারে বলেন, চীন সাবেক সোভিয়েত ইউনিয়নের মত নয়, এবং নতুন করে শীতল যুদ্ধ শুরু হলে চীন পরাজিত হবে না।

গত সপ্তাহে মার্কিন প্রধান গণমাধ্যমগুলোর সম্পাদক এবং সিনিয়র সংবাদদাতাদের সঙ্গে আলাপকালে কুইন গ্যাং বলেন, মানুষজন যদি চায় চীনের সঙ্গে নতুন একটি শীতল যুদ্ধের সূচনা করতে তাহলে আমি বলতে পারি এতে চীন হারবে না।

‘সেসব লোক শীতল যুদ্ধে জয়ী হতে পারে না, প্রথমত চীন সাবেক সোভিয়েত ইউনিয়নের মত নয়। চীন কমিউনিস্ট পার্টি (সিপিসি) সাবেক সোভিয়েত কমিউনিস্ট পার্টির মতো নয়। সিপিসি পুরাতন দল ১০০ বছরের এবং কেবল শতবর্ষ পালন করছে এবং আস্তবড় জন্মদিনের কেক খাচ্ছে’,বলেন গ্যাং।

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে আসন্ন শীতল যুদ্ধের শঙ্কা নিয়ে গ্যাং বলেন, কোথায় থেকে নতুন করে শীতল যুদ্ধ আসবে? কেন মানুষ ভাবছে নতুন করে শীতল যুদ্ধ শুরু হবে। কেননা যুক্তরাষ্ট্রের কিছু মানুষের শীতল যুদ্ধের মন মানসিকতা এবং তারা চীনকে সাবেক সোভিয়েত ইউনিয়নের মত মনে করে, কিন্তু চীন তা নয়। তথ্যসূত্র: এএনআই



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *