ফ্রান্সে অবৈধদের বৈধতা প্রদানের পক্ষ্যে ফরাসি এমপি ড্যানিয়েল অবনো

ফ্রান্সে করোনা মহামারী চলাকলিন সময়ে অবৈধ অভিবাসিদের মানবিক দিক বিবেচনা করে বৈধতা প্রদানের জন্য ফ্রান্স সরকারের কাছে আবেদন করেছেন ফরাসি সাংসদ ড্যানিয়েল অবনো।

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) এর সঙ্গে এক ভিডিও কনফারেন্সে তিনি একথা বলেন।
তিনি বলেন, অবৈধদের বৈধতা দেয়ার ব্যাপারে ইতোমধ্যে ১০৪ জন এমপি ফ্রান্স প্রধানমন্ত্রীর নিকট আবেদন করেছেন। ব্যক্তিগতভাবে আমি ও আমরা দল এই আবেদনের পক্ষ্যে রয়েছি। তবে বিষয়টি একান্তই সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেন তিনি।

ভিডিও কনফারেন্সে ড্যানিয়েল অবনোর নিকট বিভিন্ন সময় আফ্রিকান ও আরবিদের দ্বারা প্রবাসী বাংলাদেশীদের নানা হয়রানি ও নির্যাতনের কথা তুলে ধরা হয়।

এছাড়া ফ্রান্সে বৈষম্যের শিকার হলে করণীয় কি ও সম্প্রতি ফ্রেঞ্চ পার্লামেন্টে পাস হওয়া সাইবার আইন বিষয়সহ নানা প্রশ্নের উত্তর দেন তিনি।

বি সি এফ এর ভাইস প্রেসিডেন্ট নয়ন এনকের পরিচালনায় ও পরিচালক এম ডি নুরের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিসিএফ এর সাধারণ সম্পাদক মিয়া ফয়সাল ও ভাইস প্রেসিডেন্ট (আইন) আকাশ মোহাম্মদ হেলাল।

Originally posted 2020-05-20 10:42:58.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *