রাশিয়া যেকোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে

ইউক্রেন সীমান্তে বাহিনীর গোছানোর কাজ প্রায় সম্পন্ন করেছে রাশিয়া। রুশ এই বাহিনী যেকোনো সময় হামলা চালাতে পারে ইউক্রেনে। ইউক্রেনের এক গোয়েন্দা পর্যালোচনার বরাত দিয়ে বুধবার ( ১৯ জানিয়ারি ) এই তথ্য জানিয়েছে সিএনএন।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ গোয়েন্দা সমীক্ষা যা মঙ্গলবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের সঙ্গে শেয়ার করা হয়েছে। তাতে বলা হয়েছে, ওই অঞ্চলে এক লাখ ২৭ হাজারের বেশি সেনা মোতায়েন করেছেন রাশিয়া।

সমীক্ষায় বলা হয়েছে, রাশিয়ান ফেডারেশন’স আর্মড ফোর্সেস–এর এক লাখ ছয় হাজার সেনাসহ বিমান ও নৌ–সেনা মিলিয়ে প্রায় এক লাখ ২৭ হাজার সদস্যের ওই বাহিনী প্রস্তুত করা হয়েছে।

ওই সমীক্ষায় এই পরিস্থিতিকে ‘কঠিন’ বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া বলা হয়েছে, ইউক্রেন বিশ্বাস করে এই রণসজ্জার মধ্য দিয়ে রাশিয়া ইউরোপীয় ইউনিয়নে ভাঙন এবং ন্যাটোকে দুর্বল করার প্রচেষ্টা চালাচ্ছে।

ইউরোপের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের যে সক্ষমতা তা কমিয়ে আনতেই রাশিয়ার এমন পদক্ষেপ বলে সমীক্ষায় আরও বলা হয়েছে। তথ্যসূত্র সিএনএন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *