প্যারিসের উপকণ্ঠে গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন

প্যারিসের উপকণ্ঠ অবার্ভিলিয়ার্সের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকেল সাড়ে ৫টায় অগ্নিকাণ্ডের ফলে পুরো এলাকা কালো ধোয়ায় ছেয়ে যায়। যা কয়েক মাইল দুর থেকে দৃশ্যমান হয়। দমকল বাহিনীর ১৫টি ইউনিটের ৫০ জন কর্মী অক্লান্ত পরিশ্রমে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্যারিসের ফায়ার ব্রিগেডের (বিএসপিপি) পক্ষ থেকে বলা হয়েছে, এঘটনায় কেউ হতাহত হয়নি। তবে আশপাশের বাড়িগুলো খালি করা হয়েছে। এবং পুনরায় যাতে আগুন জ্বলে উঠতে না পারে সেজন্য দমকল বাহিনীকে গভীর রাত পর্যন্ত সেখানে অবস্থান করার নির্দেশ দেয়া হয়েছে।

বর্তমানে এ অঞ্চলে বহু বাংলাদেশী বসবাস করেন। ঘটনাস্থলের খুব কাছেই দীর্ঘদিন বসবাস করছেন নিজাম উদ্দিন। তিনি প্রবাসের আলোকে বলেন, ফায়ার সার্ভিসের গাড়ির আওয়াজ শুনে বাইরে তাকিয়ে দেখি চারদিক অন্ধকার। শুধু ধোঁয়া আর ধোঁয়া। কয়েক মিনিটের মধ্যে নির্দেশ আসে আশপাশের বাড়িঘর খালি করার। এরপর সেখান থেকে নিরাপদ স্থানে অবস্থান করি। তিনি বলেন, মনে আতঙ্ক থাকলেও দমকলকর্মীর কর্মদক্ষতা ও আন্তরিকতা আমাদের মুগ্ধ করেছে। মুহুর্তের মধ্যে বড়ো মই লাগিয়ে আগুন নিভানো ও আগুন ছড়ানো রোধের দৃশ্যে আমরা মুগ্ধ হয়েছি।


মামুন হোসেন বলেন, বাইরে থেকে বাসায় এসে খাবার খাচ্ছিলাম। হঠাৎ চারদিক অন্ধকার অবস্থা দেখে ভেবেছিলাম, জোরে বৃষ্টি হবে। কারণ আজকের দিনটায় ছিলো মেঘাচ্ছন্ন। কিন্তু জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি, পাশের কোথাও আগুন লেগেছে। এরপর ফেইসবুক লাইভে বিষয়টি সবাইকে জানানোর চেষ্টা করি। যে গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে প্রায়ই তার যাওয়া পড়ে বলেও জানান তিনি

Originally posted 2020-06-06 03:55:23.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *