ইসলামকে কটাক্ষ করে ডেনমার্কের কট্টরপন্থী নেতার পোস্ট

ইসলামকে কটাক্ষ করে মন্তব্য করেছে ডেনমার্কের স্ট্রাম কুর্স দলের কট্টরপন্থী নেতা রাসমুস পলদান।
গত বৃহস্পতিবার এই দলের সদস্যরা কোরআন পুড়িয়ে ফেলার পর নেতা রাসমুস পলদান এই মন্তব্য করে।

এছাড়া রাসমুস পলদান সামাজিক মাধ্যমে কোরআন পোড়ানোর ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা যায়, এক ব্যক্তি কোরআন পুড়িয়ে ফেলছে।

সামাজিক মাধ্যমে রাসমুস পলদান লিখেছে, অনেক পাপী বলেছিল আমরা কখনোই এটি (কোরআন পোড়ানো) করতে পারবো না। কিন্তু আমরা তা করেছি। ইসলাম একটি ‘বাজে’ এবং আদিম ধর্ম ,যার ডেনমার্ক, সুইডেন কিংবা কোন সভ্য সমাজে স্থান নেই।

গত মাসে সুইডেনের দক্ষিণ প্রান্তে অবস্থিত মালমো চরম শহরে কোরআন পোড়ানোর ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পরে। এর পর গত বৃহস্পতিবারে ফের স্টকহোমের রিঙ্কবিতে কোরআন পোড়ানো হল।

প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে করা এক বিক্ষোভের মধ্যে স্ট্রাম কুর্স দলের সদস্যরা স্টকহোমের রিঙ্কবিতে কোরআনের পুড়িয়ে দেয়।

দলটি কোরআন পোড়ানোর আগে পুলিশের কাছে অনুমতি চায়, তবে পুলিশ তা বাতিল করে দেয়। এরপরও পুলিশি নির্দেশ অমান্য করে দলটি এই ঘটনা ঘটিয়েছে। ডেইলি সাবাহ, আল জাজিরা



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *