শ্রীলঙ্কা ও আফগান রাষ্ট্রদূতকে বিদায় জানালেন গোলাম মসীহ

সৌদি আরবে নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত মোহাম্মেদ আজমি তাসিম এবং আফগানিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ জালাল করিমকে বিদায়ী সংবর্ধনা দিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টারের ম্যরিয়ট হোটেলে এই সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় রাষ্ট্রদূত শ্রীলংকা ও আফগানিস্তানের সাথে বাংলাদেশের আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে তাঁদের ধন্যবাদ জানান। গোলাম মসীহ বিভিন্ন বিষয়ে সৌদি আরবে রাষ্ট্রদূতদের সাথে কাজের অভিজ্ঞতাকে অত্যন্ত চমৎকার বলে উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন ভবিষ্যতে বিভিন্ন ইস্যুতে দেশ দুটির সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে।

রাষ্ট্রদূত বিদায়ী রাষ্ট্রদূতদের ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেন।

প্রসঙ্গত, শ্রীলংকা ও আফগানিস্তানের রাষ্ট্রদূতবৃন্দ দীর্ঘদিন সৌদি আরবে সফলভাবে দায়িত্ব পালন শেষ করেছেন।

রিয়াদের ডিপ্লোম্যাটিক কোরের ডীন জিবুতির রাষ্ট্রদূত সায়ীদ বামাখরামা শ্রীলংকা ও আফগানিস্তানের রাষ্ট্রদূতদের শুভেচ্ছা জানান। তিনি বিদায়ী সংবর্ধনা আয়োজনের জন্য বাংলাদেশের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

এছাড়া অনুষ্ঠানে সৌদি আরবে নবনিযুক্ত মরিশাসের রাষ্ট্রদূত শওকত আলী ও কসোভোর রাষ্ট্রদূত লুলজিম মেকুকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের ২৭ জন রাষ্ট্রদূত যোগদান করেন। এসময় দূতাবাসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Originally posted 2020-05-06 19:25:12.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *