দূতাবাসে জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে।

দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে দূতাবাস প্রাঙ্গনে পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত গোলাম মসীহ। এরপর তিনি জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক প্রদান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহিদ সদস্যদের জন্য দোয়া কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ ও জাতির অগ্রগতি কামনা করা হয়। এছাড়া বাংলাদেশীসহ সকল মুসলমানদের জন্য করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্ত থাকার জন্যও বিশেষ দোয়া করা হয়।

উল্লেখ্য, এ বছর করোনা ভাইরাসের প্রকপের দরুন দূতাবাস প্রবাসী সমাগম প্রত্যাহার করে কর্মকর্তা-কর্মচারিদের নিয়ে দিবসটি নিজেদের মধ্যে পালন করার সিদ্ধান্ত নেয়।

Originally posted 2020-05-06 19:24:31.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *