করোনা রোগীরা কি রোজা রাখতে পারবেন?

করোনাভাইরাস মহামারীর কারণে সারাবিশ্বের মুসলমান এ বছর এমন এক রমজান পালন করছে, যা তারা আর কোনো দিন পালন করেনি। ইতিমধ্যে এ ভাইরাসে যারা আক্রান্ত হয়েছেন, তাদের অনেকের প্রশ্ন– তারা কি রোজা রাখতে পারবেন? রোজা রাখলে করণীয় কী?

করোনা রোগীরা কি রোজা রাখতে পারবেন? কোভিড ১৯-এর ওপর রোজার প্রভাব সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেই। আক্রান্ত রোগীরা রোজা রাখতে পারবেন। এ বিষয়ে অন্য রোগের ব্যাপারে ইসলামের যে বিধান রয়েছে, এই রোগের ক্ষেত্রেও তাই প্রযোজ্য। উপসর্গহীন বা মৃদু উপসর্গ রয়েছে এমন কোভিড রোগীও চিকিৎসকের পরামর্শ মোতাবেক রোজা রাখতে পারেন।

ওজু করার সময় হাত ধোয়ার জন্য সাবান ও অ্যালকোহলসমৃদ্ধ হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। এ ছাড়া রোজার সময় প্রক্রিয়াজাতকৃত খাবার বাদ দিয়ে টাটকা খাদ্যগ্রহণ ও ধূমপান বর্জন করতে হবে। রমজানের ধর্মীয় আচার পালনে সবসময় ‘সামাজিক দূরত্ব’ বজায় রাখতে হবে।

Originally posted 2020-05-06 19:20:03.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *