ফ্রান্সসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে আজ লাইলাতুল কদর

আজ মঙ্গলবার দিবাগত রাতে ফ্রান্সসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে লাইলাতুল কদর খুবই গুরুত্বপূর্ণ একটি রাত। যে রাতে ইবাদত করলে হাজার মাসের চেয়েও বেশি সওয়াব পাওয়া যায়।

পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আল আমিন এই রাতের গুরুত্ব বোঝাতে গিয়ে কদর নামে একটি সুরা নাজিল করেছেন। আবার এ রাতেই কোরআন নাজিল হয়। এ কারণে সারা বিশ্বের মুসলমানরা এই রাতটির জন্য অধির আগ্রহে অপেক্ষা করেন।

হাদিসে এসেছে, ২০ রমজানের পর যেকোনো বিজোড় রাত কদরের রাত হতে পারে। তবে ২৬ রমজানের দিবাগত রাতকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে।

বিশ^ব্যাপি ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে সাাধরণ মানুষ এই রাতে মসজিদে গিয়ে ইবাদত করতে না পারলেও নিজ বাসায় অধিক সওয়াবের আশায় বেশি-বেশি নফল ইবাদত, কোরআন তেলওয়াত, জিকির আজকার ও করোনাভাইরাস থেকে মুক্তির জন্য দোয়ার মধ্যদিয়ে রাতটি অতিবাহিত করার ব্যাপারে ইসলামী সংগঠনগুলোর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

Originally posted 2020-05-19 14:20:48.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *