ফ্রান্সে সিটি নির্বাচনে শত বছরের রেকর্ড ভেঙে বাংলাদেশীর প্যানেল জয়ী

আমরা শুরু করলাম। শেষ করবে বাংলাদেশ কমিউনিটির নতুন প্রজন্ম। এমপি-মন্ত্রী হয়ে ফ্রান্সে-বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। তখন আমাদের সব কষ্ট সার্থক হবে। শূন্য থেকে শুরু হয়েছে একদিন তা লক্ষ-কোটিতে পৌঁছবে। কথাগুলো বলছিলেন, প্যারিসের উপকণ্ঠ সেইন্ট দেনিস এলাকার নির্বাচনে সদ্য বিজয়ী মাতিও হানাতার প্যানেলের কাউন্সিলর প্রার্থী বাংলাদেশী বংশদ্ভুত ফরাসি নাগরিক শরুফ সাদিউল।

রোববার রাতে সিটি নির্বাচনের ফলাফল ঘোষণা শেষে প্রবাসের আলোর সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমাদের প্যানেল ৫৯ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়ে সেইন্ট দেনিস এলাকার একশ বছরের রেকর্ড ভঙ্গ করলো। যা ফ্রান্সের ইতিহাসে প্রথম। এর আগে এদেশে কখনও এমন ঘটনা ঘটেনি। কারণ আমরা যাদেরকে পরাজিত করেছি তারা টানা একশ বছর এই এলাকায় নির্বাচিত হয়ে আসছে।

শরুফ সাদিউল বলেন, সব ঠিক থাকলে নতুন মেয়র মাতিও হানাতা আমাকে কাউন্সিলর হিসেবে নিয়োগ দিবেন। তখন এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার পাশাপশি বাংলাদেশী ভাই-বোনদের স্বার্থরক্ষায় কাজ করবো। বিপদে-আপদে পাশে থাকবো। এছাড়া বাংলাদেশ কমিউনিটির জন্য আমার দরজা সবসময় খোলা থকবে বলেও আশ্বস্ত করেন তিনি।

শরুফ সাদিউলের প্যানেল ছাড়াও নির্বাচনে জয়লাভ করেছে স্যাভরন এলাকার রেজাউল করিম ও পিআরফিট সুখসেন এলাকার শারমিনের প্যানেল।

দীর্ঘ লকডাউন শেষে ২৮ জুন রোববার ফ্রান্সে সিটি করপোরেশন নির্বাচনের দ্বিতীয় দফা অনুষ্ঠিত হয়েছে। এর আগে ১৫ মার্চ প্রথম দফা নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দফা নির্বাচন ২২ মার্চ হওয়ার কথা থাকলেও বিশ্বজুড়ে করোনাভাইরাসের কারণে পুরো দেশ লকডাউনে থাকায় তা সম্ভব হয়নি।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *