ধর্ষকদের ‘নপুংসক’ করার পক্ষে ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মনে করেন ধর্ষণের শাস্তি হিসেবে জনসমক্ষে ফাঁসি অথবা নপুংসক করে দেওয়ার মতো আইন থাকা প্রয়োজন৷ গত সপ্তাহে দেশটিতে একটি ধর্ষণের ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন৷

লাহোরের পাশ্ববর্তী হাইওয়েতে গাড়ি চালিয়ে যাওয়ার সময় এক দুই সন্তানের মা-কে দুর্বৃত্তরা ধর্ষণ করে৷
এ ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিবাদ ছড়িয়ে পড়ে৷

ইমরান খান বলেন, ধর্ষকদের জনসমক্ষে ফাঁসিতে ঝুলিয়ে মারা উচিত৷ তবে এ ধরনের আইন জিএসপির আওতায় পাকিস্তানকে ইউরোপীয় ইউনয়ন (ইইউ)-এর দেওয়া ব্যবসায়িক সুবিধাকে ক্ষতিগ্রস্ত করবে বলেও মনে করেন তিনি৷

সাইকোলজি অফ ভায়োলেন্স জার্নালের প্রতিষ্ঠাতা সম্পাদক শেরি হামবির মতে, ‘‘ধর্ষণ যৌনসুখের উদ্দেশ্যে নয়, বরং অপরপক্ষকে দমিয়ে রাখতে ক্ষমতার প্রদর্শন হিসাবে করা হয়৷’’ কিছু ক্ষেত্রে এই ক্ষমতার প্রকাশ শুধু নারীদের বিরুদ্ধে হয়৷ অন্যদিকে, ধর্ষণ কাজ করে তরুণ প্রজন্মের মধ্যে ‘জাতে ওঠার’ পন্থা হিসাবে৷ এছাড়া ধর্ষণের পেছনে রয়েছে নানাবিধ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, যা বুঝতে বিজ্ঞানীরা নানা ধরনের গবেষণা চালিয়ে যাচ্ছেন৷

ইউরোপীয় ইউনিয়ন ২০১৪ সালে পাকিস্তানকে জিএসপি সুবিধা প্রদান করে, যার আওতায় দেশটি বেশকিছু পণ্য শুল্কমুক্ত সুবিধায় ইউরোপের দেশগুলোতে রপ্তানি করছে৷ তবে এ সুবিধা দেশটির মানবাধিকার পরিস্থিতির সাথে সম্পর্কযুক্ত৷ অর্থাৎ, মানবাধিকার লংঘনের মতো অপরাধের জন্য এ সুবিধা বাতিল করেতে পারে ইইউ৷

ইমরান খান বলেন, ধর্ষককে নপুংসক করে দেওয়ার মতো আইনের বিষয়ে চিন্তা ভাবনা করছেন তিনি৷ আর তা হতে পারে অপরাধের ধরনের উপর ভিত্তি করে৷

‘‘হত্যা মামলার বেলায় যেমন অপরাধের উদ্দেশ্য ও ধরন বিবেচনায় নিয়ে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় ক্যাটাগরিতে ফেলা হয়, ধর্ষণের অভিযোগের বেলায়ও এমন হতে পারে৷ আর প্রথম ক্যাটাগরির অপরাধের শাস্তি হতে পারে রাসায়নিক প্রয়োগে নপুংসক করে দেওয়া, যেন অপরাধী এ ধরনের অপকর্ম আর করতে না পারে৷’’

এদিকে অভিযুক্ত দুজনের একজনকে আটক করেছে পুলিশ৷ আটক ব্যক্তি ধর্ষণের সাথে জড়িত থাকার কথা স্বীকারও করেছে৷ ডিএনএ পরীক্ষাতেও তার জড়িত থাকার প্রমাণ পেয়েছে পুলিশ৷

পাকিস্তানে প্রায়ই ধর্ষণসহ নারী নির্যাতনের নানা ঘটনা ঘটে থাকে৷ গত ফেব্রুয়ারি মাসে দেশটির আইনপ্রণেতারা জনসমক্ষে মৃত্যুদণ্ডকে ধর্ষণের শাস্তি হিসেবে প্রস্তাব করলেও সেটি আইন হিসেবে পাস হয়নি৷ DW



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *