কমিউনিটি

ফ্রান্সে সিটি নির্বাচনের দ্বিতীয় দফা আজ; বাংলাদেশী প্রার্থীদের জয়ের সম্ভাবনা

দীর্ঘ লকডাউন শেষে আজ রোববার ফ্রান্সে সিটি করপোরেশন নির্বাচনের দ্বিতীয় দফা অনুষ্ঠিত হবে। প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ফরাসিরা বাছাই করবেন তাদের নগর সেবকদের। এর আগে ১৫ মার্চ প্রথম দফা নির্বাচন অনুষ্ঠিত হয়। ২২ মার্চ হওয়ার কথা ছিলো দ্বিতীয় দফা নির্বাচন। বিশ্বজুড়ে করোনাভাইরাসের কারণে পুরো দেশ লকডাউনে থাকায় নির্বাচনের পরবর্তী তারিখ ২৮ জুন নির্ধারণ করা হয়। এবারের নির্বাচনে প্রথম বারের মতো অন্তত ১২ জন বাংলাদেশী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যাদের অধিকাংশই দ্বিতীয় ধাপে নির্বাচনের সুযোগ পাচ্ছেন। তাদের একজন ফেরদৌস নয়ন। তিনি প্যারিস-১০ থেকে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা কছেন। প্রবাসের আলোর সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, সব ঠিক থাকলে এবারের নির্বাচনে জয়ী হওয়ার বেশ সম্ভাবনা রয়েছে।আরও পড়ুন