আইএলও’র সহায়তা চায় বাংলাদেশ

বিদেশ থেকে বাংলাদেশে ফেরত আসা শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করছে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

করোনা পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার ইস্যুতে আয়োজিত আইএলওর বৈশ্বিক সম্মেলনে বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় বক্তব্য দানকালে এ সহায়তা চান বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

এর আগে বুধবার দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে আইএলও। ওই আয়োজনের প্রথম দিনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মুন্নুজান সুফিয়ান বলেন, বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করতে আইএলওকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে এই করোনা মহামারিকালে বাংলাদেশের মতো অপেক্ষাকৃত দুর্বল অর্থনীতির দেশগুলোর জন্য বাজার সুবিধা সহজ করারও তাগিদ দেন তিনি।

দুঃখজনকভাবে ক্রয়াদেশ বাতিল হওয়ায় গত অর্থবছরে রপ্তানি ব্যাপকভাবে কমে গেছে উল্লেখ করে তিনি বলেন, অনেক কারখানা উৎপাদন বন্ধ করা কিংবা কমিয়ে দিতে বাধ্য হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই বিদেশে কাজ করা বাংলাদেশিরাও কাজ হারিয়ে দেশে ফিরছেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *