ইউনাইটেডের করোনা ইউনিটের আগুনে মারা গেলেন যারা

রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালের অগ্নিকাণ্ডে করোনা ইউনিটে চিকিৎসাধীন পাঁচজন রোগী মারা গেছেন। বুধবার রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল আহসান আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেন।

অগ্নিকাণ্ডে নিহতরা হলেন—মো. মাহবুব (৫০), মো. মনির হোসেন (৭৫), ভারনন এ্যান্থনী পল (৭৪), খাদেজা বেগম (৭০) এবং রিয়াজ উল আলম (৪৫)। এখন পর্যন্ত মৃত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার জানান, রাত ৯টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালে আগুনের সূত্রপাত হয়। হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে আসে রাত ১০টা ২৫ মিনিটে। হাসপাতালের ভেতর থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহতদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন ওই রোগীরা।

হাসপাতালের নিচ তলার এসি বিস্ফোরণে এই আগুন লাগে জানিয়ে কামরুল আহসান আরও জানান, প্রচণ্ড ধোঁয়ায় ওই পাঁচ করোনা রোগীর মৃত্যু হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

Originally posted 2020-05-28 12:48:22.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *