করোনা মহামারীতে ফিনল্যান্ডে সামগ্রিক মৃত্যুহার বাড়েনি

মানুষ মরণশীল। এই চিরন্তন সত্যকে আলিঙ্গন করেই প্রতিদিন ফিনল্যান্ডে গড়ে প্রায় ১৪৬ জন পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন। চলতি বছর জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বিভিন্ন ভাবে ফিনল্যান্ডে মানুষের মৃত্যু ঘটছে প্রায় ১৪ হাজার জনের, যা গত বছরের তুলনায় গড় মৃত্যুহার কিছুটা কম।

এদিকে নরডিক দেশ ফিনল্যান্ডে ধীর গতিতে বাড়ছে করোনাভাইরাসে সংক্রমিত ও মৃতের সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৮৪ জনের।

বুধবার ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড ওয়েলফেয়ারের বরাত দিয়ে ফিনল্যান্ডের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় শনাক্ত হয়েছে ৫১ জন। সরকারি হিসেবে এই পর্যন্ত ১ লক্ষ ৩৩ হাজার ২ শত জনকে করোনাভাইরাস সংক্রমণের পরীক্ষা করে ৬ হাজার ৫৪ জন মানুষের মধ্যে করোনা শনাক্ত হয়েছে, যার মধ্যে প্রায় ৪৩০০ রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরেছেন।

ফিনল্যান্ডে করোনায় ৮৮ শতাংশ মৃত্যু রোগীর গড় বয়স ৮৪, এরা দীর্ঘমেয়াদি হৃদরোগ, ডায়াবেটিস ও ফুসফুসে রোগসহ এক বা একাধিক জটিল রোগে আক্রান্ত।

উল্লেখ্য ফিনল্যান্ডে শিশু এবং তরুণদের মধ্যে এখনো কোনও মৃত্যু ঘটেনি এবং দেশটিতে শ্রমজীবী মানুষের মৃত্যু খুবই বিরল।

ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ফিনল্যান্ডে করোনাভাইরাসে সংক্রমিত ও মৃতের সংখ্যা নিয়ন্ত্রণে আছে বলে মনে করছে দেশটির প্রধানমন্ত্রী সান্না মারিন।

Originally posted 2020-05-18 05:15:17.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *