
প্রবাসীদের দেশে বিনিয়োগের আহবান
নতুন রাষ্ট্রপতির সঙ্গে ফ্রান্স সাংবাদিক ও ব্যবসায়ী নেতা আবু তাহিরের মতবিনিময়

এন আই মাহমুদঃ
প্রবাসীদের দেশে বিনিয়োগের জন্য আন্তরিকভাবে আহবান জানিয়েছেন বর্তমান সরকার-বলেছেন নবনিযুক্ত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। গতকাল মঙ্গলবার ইউরো বাংলা বিজনেস এসোসিয়েশনের প্রধান সমন্বয়ক ও সাংবাদিক নেতা আবু তাহিরের পক্ষ থেকে দেয়া অভিনন্দন গ্রহন শেষে সংক্ষিপ্ত আলাপকালে এ কথা বলেন তিনি। অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে প্রবাসীদের উপার্জিত বৈদেশিক মূদ্রাকে দেশে বিনিয়োগের জন্য গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে বলে উল্লেখ করেন নবনিযুক্ত রাষ্ট্রপতি ।
ইউরো বাংলা বিজনেস এসোসিয়েশনের সভাপতি ফ্রান্স প্রবাসী ব্যবসায়ী মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম এর পক্ষ থেকে পাঠানো শুভেচ্ছা পুষ্পস্তবক নিয়ে নব নিযুক্ত রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন এসোসিয়েশনের প্রধান সমন্বয়ক আবু তাহির।
এসময় আবু তাহির প্রবাসীদের বিভিন্ন চিন্তা-ভাবনা ও এসোসিয়েশনের ভুমিকা সম্পর্কে নব নিযুক্ত রাষ্ট্রপতিকে অবহিত করেন।
সার্বিকভাবে ইউরো বাংলা বিজনেস এসোসিয়েশনের কর্মকান্ড সম্পর্কে জেনে সন্তোষ প্রকাশ করেন জনাব শাহাবুদ্দিন। এসোসিয়েশনের ভবিষ্যত সকল কল্যানমূলক পরিকল্পনার অগ্রগতি ও সাফল্য কামনা করেন তিনি। এছাড়াও প্রবাসীদের সমস্যা সমাধানে সম্ভাব্য সকল প্রকার উদ্যোগ গ্রহনে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।