
ফ্রান্সে বাংলাদেশী পরিবারে পরকিয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন

ফ্রান্সে পরকিয়ার জেরে বাংলাদেশী পরিবারে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। বুধবার মধ্যরাতে দেশটির সার্থে অঞ্চলে এঘটনা ঘটে।
ফরাসি গণমাধ্যমে প্রকাশিত এক খবরে বলা হয়, স্বামী কর্মস্থল থেকে বাসায় ফিরে স্ত্রীকে তার বন্ধুর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখার পর স্ত্রীর উপর উপর্যুপরি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসময় নিহতের বন্ধু ও স্বামীর মধ্যে ধস্তাধস্তির ফলে উভয়ই আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। এঘটনায় ফ্রান্স প্রশাসনের পক্ষ থেকে হত্যা ও হত্যা চেষ্টার বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতের দুই, পাঁচ ও আট বছর বয়সী তিন জন শিশু সন্তান রয়েছে। যাদের লালন পালনের জন্য ফ্রান্সের শিশু কল্যাণ পরিসেবায় পাঠানো হয়েছে।
এছাড়া সব শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের লাশ সার্থের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে দাফন-কাফনের অনুমতি দেয়া হবে বলে জানা গেছে।
এঘটনায় ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটির সবখানেই চলছে ব্যাপক আলোচনা-সমালোনা। নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী প্রবাসের আলোকে বলেন, এঘটনা থেক আমাদের শিক্ষা নেওয়া উচিত। তিনি বলেন, আমার জানামতে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশীর মধ্যে পরকিয়ার ঘটনা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। বহু পরিবারের মধ্যে কলহ লেগেই আছে। এছাড়া একজনের স্ত্রী অন্যের সঙ্গে চলে যাওয়াসহ প্রতিনিয়ত বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা ঘটেছে।
Originally posted 2021-08-06 06:26:03.