
সিঙ্গাপুরে মসজিদে হামলার পরিকল্পনাকারী কিশোর আটক

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হামলার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সিঙ্গাপুরের দুটি মসজিদে মুসলিমদের হত্যার পরিকল্পনার জন্য এক কিশোরকে আটক করেছে দেশটির পুলিশ।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি’র বরাতে জানা যায়,ক্রাইস্টচার্চের হত্যাকারী ব্রেন্টন ট্যারেন্টের মতো এই কিশোর ছুরি দিয়ে মুসলিমদের হত্যা করে তা সরাসরি সম্প্রচারের পরিকল্পনা করেছিল। সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা আইনের আওতায় তাকে আটক করা হয়। এই আইনে বিচার ছাড়াই আটক রাখার সুযোগ রয়েছে।
সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই কিশোর ইসলামের প্রতি তীব্র বিদ্বেষ ও সহিংসতার প্রতি আকর্ষণ দ্বারা অনুপ্রাণিত হয়েছে। ১৬ বছর বয়সী এই কিশোরের পরিচয় প্রকাশ করা হয়নি। তবে এতটুকু জানানো হয়েছে যে সে একজন প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান।
অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ থেকে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, নিজের বাবার ক্রেডিট কার্ড চুরি করে সেটি দিয়ে একটি গাড়ি ভাড়া করে এক মসজিদ থেকে আরেক মসজিদে যাওয়ার ইচ্ছা ছিল তার। তার কোন ড্রাইভিং লাইসেন্স ছিল না, তবে তার বিশ্বাস ছিল যে সে এটি ঘটাতে পারবে।
মন্ত্রীপরিষদ জানিয়েছে, হামলার পরিকল্পনা হিসেবে আটক ওই কিশোরটি উত্তর সিঙ্গাপুরে তার বাড়ির কাছেই আসিয়াফাহ মসজিদ এবং ইউসুফ ইসহাক মসজিদকে বেছে নিয়েছিল এবং তার পরিকল্পিত হামলাটি সরাসরি প্রচারেরও ইচ্ছা ছিল। ইসলামবিরোধী মনোভাব থেকে এ ধরনের পরিকল্পনায় লিপ্ত হয়েছে সে।
আইন ও স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রী কে শানমুগাম বলেন, ২০১৫ সাল থেকে ২০ বছরের কম বয়সী সাত জনকে আটক করা হয়েছে যাদের বিরুদ্ধে “আইএসএর অধীনে নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছে”।
Originally posted 2021-01-29 04:12:18.