
বিশ্বকাপে সুপার টুয়েলভে পয়েন্ট টেবিলে কোন দলের কি অবস্থান

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে টিকে থাকার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। রাতে দুর্বল নামিবিয়ার বিপক্ষে নামবে পাকিস্তান। আজ পাকিস্তান জিতলেই সেমিফাইনাল নিশ্চিত। আর নাবিয়ার জন্য টিকে থাকার লড়াই। আজ তাদের জিততেই হবে।
এবারের বিশ্বকাপে টানা ৪ ম্যাচ জয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে সাবেক বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে পয়েন্ট টেবিলে কোন দলে কি অবস্থায় রয়েছে। দেখেনিন একনজরে।
গ্রুপ -১
১. ইংল্যান্ড: ৪ ম্যাচে চারটিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে। নেট রান রেট +৩.১৮৩।
২. দক্ষিণ আফ্রিকা: ৩ ম্যাচে ২ জয় এক হারে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষ দুইয়ে। নেট রান রেট +০.২১০।
৩. অস্ট্রেলিয়া : ৩ ম্যাচে ২ জয় এক হারে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষ তিনে। নেট রান রেট -০.৬২৭।
৪. শ্রীলঙ্গা : ৪ ম্যাচে ১ জয় ৩ হারে ২ পয়েন্ট নিয়ে শীর্ষ চারে। নেট রান রেট -০.৫৯০।
৫. ওয়েস্ট ইন্ডিজ : ৩ ম্যাচে ১ জয় ২ হারে ২ পয়েন্ট নিয়ে শীর্ষ পাঁচে। নেট রান রেট -১.৫৯৮।
৬. বাংলাদেশ : ৩ ম্যাচে তিন হারে ০ পয়েন্ট নিয়ে সবার নিচে। নেট রান রেট -১.০৬৯।
গ্রুপ -২
১. পাকিস্তান : ৩ ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে। নেট রান রেট +০.৬৩৮।
২. আফগানিস্তান : ৩ ম্যাচে ২ জয় এক হারে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষ দুইয়ে। নেট রান রেট +৩.০৯৭।
৩. নিউজিল্যান্ড : ২ ম্যাচে ১ জয়ে এক হারে ২ পয়েন্ট নিয়ে শীর্ষ তিনে। নেট রান রেট +০.৭৬৫।
৪. নামিবিয়া : ২ ম্যাচে ১ জয়ে এক হারে ২ পয়েন্ট নিয়ে শীর্ষ চারে। নেট রান রেট -১.২৮৭।
৫. ভারত : ২ ম্যাচে ২ হারে ০ পয়েন্ট নিয়ে শীর্ষ পাঁচে। নেট রান রেট -১.৬০৯।
৬. স্কটল্যান্ড : ২ ম্যাচে ২ হারে ০ পয়েন্ট নিয়ে সবার নিচে। নেট রান রেট -৩.৫৬২।
Originally posted 2021-11-02 19:56:18.