
বাংলাদেশীর প্রচেষ্টায় প্যারিসের উপকণ্ঠে শহীদ মিনার

বাংলাদেশী বংশোদ্ভুত ফরাসি নাগরিক সরুফ সদিওলের একান্ত প্রচেষ্টায় ভাষা শহীদের স্মরণে ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠ- সেইন্ট দেনিসে নির্মিত হচ্ছে শহীদ মিনার। সরুফ সদিওলের আবেদনের প্রেক্ষিতে ইতোমধ্যে শহীদ মিনার নির্মানের অনুমতি দিয়েছে সেইন্ট দেনিস সিটিকরপোরেশন। শিগগিরই সেইন্ট দেনিস ইউনিভার্সিটির পাদদেশে শহীদ মিনারটি নির্মিত হবে।
প্রবাসের আলোর সঙ্গে একান্ত আলাপকালে ফ্রান্সের মুলধারার রাজনীতির সঙ্গে যুক্ত সদিওল বলেন, আমরাই পৃথিবীর একমাত্র জাতি যারা মায়ের ভাষা প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি। বুকের তাজা রক্ত দিয়ে অধিকার প্রতিষ্ঠা করেছি। আমি সেই দেশের সন্তান। প্রবাসে থাকলেও সব সময় দেশের জন্য মন কাঁদে। সুযোগ পেলেই ফরাসিদের কাছে নিজের দেশের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করি। তারই অংশ হিসেবে আমার এলাকা সেইন্ট দেনিস সিটিকরপোরেশনের মেয়র মাতিউ হানোতার কাছে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলন ও পরবর্তিতে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মার্তৃভাষার মর্যাদা লাভের ইতিহাস বর্ণনা করি। একই সঙ্গে ভষা শহীদের স্মরণে শহীদ মিনার নির্মানের লিখিত আবেদন করি। তিনি সে আবেদন গ্রহণ করে সিটিকরপোরেশনের উদ্যোগে চলতি বছর সেইন্ট দেনিস ইউনিভার্সিটির কাছেই শহীদ মিনার নির্মানের কথা ব্যক্ত করেন।
তিনি বলেন, কিছুদিনের মধ্যে শহীদ মিনার নির্মানের প্রজ্ঞাপন প্রকাশ করা হবে। এছাড়া সব ঠিক থাকলে পরবর্তী আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস ঐ শহীদ মিনারে উদযাপন করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।
Originally posted 2021-03-17 04:12:31.