প্রায় ৭ কোটি ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ

গাভি অ্যালায়েন্সের (Global Alliance for Vaccines & Immunization) কাছ থেকে আগামী ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে ৩ কোটি ৪০ লাখ মানুষের জন্য ৬ কোটি ৮০ লাখ ডোজ (২টি ডোজে) ভ্যাকসিন পাবে বাংলাদেশ। গ্যাভির প্রতি ডোজ ভ্যাকসিনের জন্য ব্যয় হবে এক দশমিক ৬২ থেকে দুই ডলার।

বুধবার কোভিড-১৯ এবং স্বাস্থ্য বিষয়ক হালনাগাদ তথ্য অবহিতকরণ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে ব্রিফিং এ এসব তথ্য জানানো হয়।

মাঠপর্যায়ের ভ্যাকসিন দেবার জন্য বাংলাদেশের কর্মপরিকল্পনা গাভি অ্যালায়েন্সর কাছে আগামীকাল (বৃহস্পতিবার) পাঠাবে সরকার। এর আগে ইতিমধ্যে এদেশের মানুষদের ভ্যাকসিন দেবার স্বাস্থ্য অধিদপ্তরের টেকনিক্যাল কমিটি একটি কর্মপরিকল্পনা বা অ্যাকশন প্ল্যান মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছে।

ইতিমধ্যে থার্ড ফেজে যে সব ভ্যাকসিন সাফল্য পেয়েছে তার যে কোন ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা আমেরিকার ইফডিএ বা ইউরোপিয় দেশগুলোর অথোরিটি ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি-ইএমএ’ যারাই যে ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে সেই ভ্যাকসিন গাভি অ্যালায়েন্সর মাধ্যমে পাবে বাংলাদেশ।

৩ কোটি ডোজের মধ্যে প্রতিমাসে ৫০ লাখ ডোজ আসবে। ডোজ প্রতি ব্যয় হবে ১ দশমিক ২৫ ডলার। প্রধানমন্ত্রী নির্দেশে ইতিমধ্যে ৭৩৫ টাকা কোটি বরাদ্ধ করেছে অর্থ মন্ত্রনালয়।

Originally posted 2020-11-26 00:06:09.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *