
টি-টোয়েন্টি বিশ্বকাপ
ডমিঙ্গোর পরিকল্পনায় অস্ট্রেলিয়া বিশ্বকাপ

একটা বিশ্বকাপ এখনও শেষ হয়নি, যদিও বাংলাদেশের জন্য আসরটা একেবারেই শেষ দিকে। বাকি আছে দুটি ম্যাচ। মূল পর্বের প্রথম তিন ম্যাচ শ্রীলঙ্কা, ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে ফিকে হয়ে গেছে সেমি-ফাইনালের স্বপ্ন।
বাকি দুই ম্যাচ দক্ষিণ আফ্রিকা আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলেই ধরতে হবে দেশের বিমান। বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে এসে যে ছন্নছাড়া পারফর্ম করেছে বাংলাদেশ দল তাতে সমালোচনার শেষ নেই।
তবে এসব পেছনে ফেলে দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো পরিকল্পনা শুরু করে দিয়েছেন সামনের বছর অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে।
দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ডমিঙ্গো জানান, দল এখনও ইতিবাচক আছে। কোচ বলছেন, দুই বিশ্ব চ্যাম্পিয়নের বিপক্ষে দুটি ক্লোজ ম্যাচে হেরে দলকে যাচাই করা অনুচিত হবে।
“সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে মাত্র দুটি অল্প ব্যবধানের হারে দলকে যাচাই করা অনুচিত ও কঠোর সিদ্ধান্ত হবে। আমি মনে করি দল সামনের দিকে বড় পদক্ষেপ রেখেছে। আমাদের খুব ভাল কিছু তরুণ ক্রিকেটার উঠে এসেছে। তারা বড় দলের বিপক্ষে বড় পারফর্ম করেছে। আমার চোখে এখনও অনেক ইতিবাচক দিক আছে।”
দলের হারে সমালোচনা হচ্ছে কোচদের নিয়েও। তবে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দলগুলোকে হারিয়ে র্যাঙ্কিয়ে অনেক ওপরে উঠেছে দল। এসব বিবেচনায় সমালোচনা কানে নিচ্ছেন না ডমিঙ্গো।
“নির্দিষ্ট ক্রিকেটার এবং কোচিং স্টাফদের কিছু কাজে নিয়ে সমালোচনা হচ্ছে। তবুও আমি বলব দল বিশাল এগিয়েছে, ১১ মাস আগে আমরা ১১ নম্বর দল ছিলাম এখন আমরা টি-টোয়েন্টিতে ষষ্ঠ।”
চলতি বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স হতাশাজনক হলেও ডমিঙ্গোর পরিকল্পনায় ২০২২ সালের অস্ট্রেলিয়া বিশ্বকাপ।
“আমরা জানি আমাদের যোগ্যতা থেকে আমরা অনেকটা দূরে এখনও, কিন্তু তা রাতারাতি হবে না এর জন্য সময় চাই। এটা একটা প্রসেস, আর এক বছরের মধ্যে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। যদি সবকিছু ঠিকভাবে আগায় আমরা ওই আসরে আরও ভাল অবস্থায় থাকবো।”
Originally posted 2021-11-01 20:15:11.