
সম্মাননা স্মারক পেলেন কবি সানজিদা আক্তার

সাহিত্যিক, সাংবাদিক ও সংগঠক কবি সানজিদা আক্তার পেলেন দেশগ্রাম মিডিয়া সেন্টার এর সম্মাননা স্মারক। কবিতায় বিশেষ অবদান রাখার জন্য তাঁকে এ সম্মাননা স্মারক প্রদান করেন প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক, গবেষক এবং দেশগ্রাম মিডিয়া সেন্টারের চেয়ারম্যান মোস্তফা কামাল মাহ্দী।
এক প্রশ্নের জবাবে মোস্তফা কামাল মাহ্দী বলেন, কবি সানজিদা আক্তার ইতিপূর্বে তাঁর কবিতা লেখায় বিরাট পরিবর্তন এনেছেন। আগের তুলনায় তার লেখার মান অনেকটা বেড়েছে। আশা করা যায় ভবিষ্যতে সে আরো অনেক ভালো করবে ইনশাআল্লাহ।
এ ব্যাপারে কবি সানজিদা আক্তার বলেন, পড়াশোনার পাশাপাশি সাহিত্য তথা কবিতা আমার বেঁচে থাকার আরেকটি বিষয়বস্তু এবং পরিবেশ। আমি চাই সাহিত্য চর্চা করে, কবিতা চর্চা করে, একদিন যেন কবি সুফিয়া কামালের মতো বড় কবি হতে পারি এ স্বপ্নই আমি দেখি। আমার জন্য সকলে দোয়া করবেন।
উল্লেখ্য, কবি সানজিদা আক্তার ২২ জুন পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। পিতা শাহাদাত হাওলাদার ও মাতা আঁখি আক্তারের দুই কন্যার মধ্যে তিনি প্রথম। তাঁর লেখা প্রথম কাব্যগ্রন্থ- রূপনেহারি ২০২২ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে। তাঁর লেখা কিছু কবিতা ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক , সাপ্তাহিক এবং অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছে। আগামী ২০২৩ সালের একুশে বইমেলায় তার লেখা দ্বিতীয় কাব্যগ্রন্থ- শঙ্খলীলা প্রকাশিত হবে বলে তিনি জানিয়েছেন।