
জলবায়ু সম্মেলনে মিথেন নিঃসরণ ৩০ শতাংশ কমাতে চুক্তি স্বাক্ষর

৯ বছরের মধ্যে বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস মিথেনের নিঃসরণ ৩০ শতাংশ কমাতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে জলবায়ু সম্মেলন কপ-২৬ এ। মঙ্গলবার (২ নভেম্বর) ৯০টি দেশ এ চুক্তিতে স্বাক্ষর করেছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
জলবায়ু সম্মেলনে ইইউ কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আনুষ্ঠানিকভাবে এই চুক্তির ঘোষণা দিয়েছেন। কার্বন ডাইঅক্সাইডের পর মিথেনই পরিবেশ বিপর্যয়কারী অন্যতম প্রধান উপাদান। যে কারণে এই গ্রিনহাউস গ্যাসের নির্গমন হ্রাসই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির লাগাম দ্রুত টেনে ধরতে পারে বলে মনে করছেন বিশ্ব নেতারা।
নতুন যারা এই চুক্তিতে স্বাক্ষর করেছেন, তাদের নাম মঙ্গলবার ঘোষণা করা হয়। বিশ্বের শীর্ষ পাঁচ মিথেন নির্মগনকারী দেশের অন্যতম ব্রাজিলও এই চুক্তিতে আছে। তবে মিথেন নির্গমনকারী শীর্ষ পাঁচ দেশের অন্তর্ভুক্ত চীন, রাশিয়া এবং ভারত এই চুক্তিতে স্বাক্ষর করেনি।
Originally posted 2021-11-03 06:19:16.