
ফ্রান্সে করোনাভাইরাস প্রতিরোধে কারফিউ যতার্থ নয়ঃ স্বাস্থ্যমন্ত্রী ভারান

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ার ভারান বলেছেন যেভাবে প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে তা প্রতিরোধে কারফিউ যতার্থ নয়।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
ভারান বলেন, করোনভাইরাস নতুন রূপে যেভাবে ফ্রান্সের চর্তুদিকে ছড়িয়ে পড়ছে তাতে হাসপাতাল গুলোতে প্রতিনিয়ত চাপ বাড়ছে।
প্রতিদিন প্রায় ৫০০ থেকে বেড়ে ২ হাজারেরও বেশিতে পৌঁছেছে। যাদের ৬০ শতাংশই আইসিইউতে আছে।
এর আগে, ফ্রান্সের সরকারের মুখপাত্র গ্যাব্রিয়েল অটাল বলেন, ইংল্যান্ডে প্রথম আবিষ্কৃত করোনভাইরাস ফ্রান্সে ১০ শতাংশ পাওয়া গেছে।
Originally posted 2021-01-29 00:43:36.