
ইসরায়েলে ভয়াবহ ভূমিকম্পের আশঙ্কা

ভয়াবহ একটি ভূমিকম্প আঘাত হানতে পারে ইসরায়েল, এমনটাই দাবি করেছেন তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। গত মঙ্গলবার ইন্টারন্যাশনাল কন্টিনেন্টাল সায়েন্টিফিক ড্রিলিং প্রোগ্রাম (আইসডিপি) এবং সায়েন্স অ্যাডভান্স জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
গবেষনায় বলা হয়, ৬ দশমিক ৫ মাত্রার ভয়াবহ ওই ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ঘটতে পারে। ২০১০ সাল থেকে মৃত সাগরে খননকাজ চালাচ্ছে এই গবেষক দল। এ সময় তারা সমুদ্রতলের ভূতাত্ত্বিক জরিপ চালিয়ে দুই লাখ ২০ হাজার বছরের ভূমিকম্পের ইতিহাস জানার চেষ্টা করেন।
বিশেষজ্ঞ দলের প্রধান তেলআবিব বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও ভূবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসার শমুয়েল মারকো বলেন, ভূতাত্ত্বিক রেকর্ড মিথ্যা নয় এবং ইসরায়েলে একটি বড় ভূমিকম্প আসবে। এ অঞ্চলে ১৩০ থেকে ১৫০ বছর পর পর বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে।
মৃত সাগর উপত্যকায় ১৯২৭ সালে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছিল। ওই ভূমিকম্পে তখন ৫০০ মানুষ মারা যান এবং আহত হন ৭০০ মানুষ। টাইমস অব ইসরায়েল।
Originally posted 2021-01-04 04:48:04.