বাংলাদেশে কখন আঘাত হানবে ঘূর্ণিঝড় আম্পান?

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে এছাড়া কক্সবাজার এবং চট্টগ্রাম বন্দরে ৯ নম্বর এবং মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বুধবার (২০ মে) সকাল ৬টা পর্যন্ত ঘূর্ণিঝড়টি মোংলা সমুদ্রবন্দর থেকে ৩৯০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪১০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। ঝড়ের সময় স্বাভাবিকের চেয়ে ১০-১৫ ফুট বেশি জোয়ারের শঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন বলেন, ‘উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় আম্পান এট আজ উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বিকেল অথবা সন্ধ্যার মধ্যে সুন্দরবনের নিকট দিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে।

তিনি আরো বলেন, ‘ঘূর্ণিঝড় কেন্দ্রের ৮৫ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২ শ কিলোমিটার যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ২২০ কিলোমিটার গতিবেগে বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।’

Originally posted 2020-05-20 10:39:22.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *