
বিপিএলে খেলতে আগ্রহী ডু প্লেসিস

সবকিছু ঠিকঠাক থাকলে গত মার্চে বিশ্ব একাদশের হয়ে প্রীতি টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিসের। করোনাভাইরাসের আক্রমণে স্থগিত করা হয়েছে সে সিরিজ। ফলে আসা হয়নি ডু প্লেসিসের।
খেলতে আসা স্থগিত হলেও, এবার করোনার কারণে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের খুব কাছাকাছি এসেছেন প্রোটিয়া তারকা। এক্ষেত্রে মাধ্যম তামিম ইকবালের ফেসবুক লাইভ। বুধবার রাতে প্রথম বিদেশি খেলোয়াড় হিসেবে তামিমের লাইভে যোগ দিয়েছিলেন ডু প্লেসিস।
সেখানে অনেক কিছু নিয়েই আলোচনা করেন তামিম ও ডু প্লেসিস। কথায় কথায় আসে আসে বিপিএল প্রসঙ্গ। ডু প্লেসিসের কাছে বিপিএল সম্পর্কে জানতে চান তামিম। ডু প্লেসিসের উত্তরে বোঝা যায়, বিপিএল সম্পর্কে ভালোই আগ্রহ রয়েছে তার।
প্রোটিয়া তারকা বলেন, দক্ষিণ আফ্রিকায় বিপিএল সরাসরি দেখা যায় না। আমি ক্রিকইনফোর মাধ্যমে (ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট) বিপিএলের খোঁজখবর রাখি। যাদের চিনি তারা কেমন খেলছে এটা দেখার জন্য।
জবাবে তামিম জানান বিপিএলের বিশেষত্বের। একইসঙ্গে ডু প্লেসিসকে আমন্ত্রণ জানান বিপিএল খেলার জন্য। তাও আবার তামিমের নিজের দলেই খেলতে হবে বলে জানান জাতীয় দলের এ বাঁহাতি ওপেনার।
তামিম বলেন, বিপিএল অসাধারণ টুর্নামেন্ট। ম্যাচের পরিবেশ-আবহ দারুণ। আমাকে ওয়াদা করো তুমি, এই বছর বিপিএল খেলতে আসবে। আর আমার দলে খেলবে। মানুষ তোমাকে অনেক ভালোবাসে। তুমি অনেক আনন্দ পাবে এখানে খেলে। বিপিএল অসাধারণ একটি টুর্নামেন্ট।
সঙ্গে সঙ্গে যেন তামিমের আমন্ত্রণ গ্রহণ করেন ডু প্লেসিস। জানান তার নিজেরও ইচ্ছা রয়েছে বিপিএল খেলার। ভবিষ্যতে অবশ্যই বিপিএল খেলবেন বলে ওয়াদা করেন প্রোটিয়া তারকা।
তার উত্তর, টেলিভিশনের পর্দায় সরাসরি (বিপিএল) দেখার সুযোগ মেলেনি। তোমাকে আগেই বলেছি যে আমি অবশ্যই বিপিএল খেলতে আসছি। ঠিক নিশ্চিত নই যে বিস্তারিত এই আলাপ করার উপযুক্ত জায়গা এটি কি না, তবে অবশ্যই বিপিএল খেলতে ভালো লাগবে আমার।
Originally posted 2020-05-18 05:00:00.