
বৃষ্টিতে রাজধানী ঢাকা জুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে মানুষ

মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রোববার (১৯ জুলাই) থেকে দেশে বৃষ্টিপাত বেড়েছে। দেশের কোথাও কোথাও অতিভারী বর্ষণ হচ্ছে। রাজধানীতেও এর প্রভাব পড়ছে। ফলে ঢাকার বিভিন্নস্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।
আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত রাজধানীতে ১৯ মিলিমিটার বর্ষণ হয়েছে। এ পরিমাণ বর্ষণকে হালকা বৃষ্টিপাত ধরা হয়। তবে এই বর্ষণেই রাজধানীর মিরপুর, কাজীপাড়া, কালশী, ধানমন্ডি, পল্টনসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে দুর্ভোগের মধ্যে পড়েছে নগরবাসী। কিছু কিছু এলাকায় এখনো বৃষ্টির পানি জমে আছে।
বিশেষ করে মিরপুর রোডে সবচেয়ে বেশি জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। ধানমন্ডির সোবহানবাগ থেকে শুরু করে আড়ং পর্যন্ত বৃষ্টির পানিতে জলাবদ্ধ হয়ে আছে। এ ছাড়া মতিঝিলে নটরডেম কলেজের সামনের রাস্তায় পানি জমে থাকার খবর পাওয়া গেছে। ধানমন্ডি, পানি জমে আছে মোহাম্মদপুরের কিছু নিচু এলাকায়।
জলাবদ্ধতা আছে মহাখালিতেও। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি) থেকে শুরু করে সংক্রামক ব্যাধি হাসপাতাল পর্যন্ত এলাকায় পানি জমে আছে। তেজগাঁও পুরোনো বিমানবন্দরের সামনের রাস্তাতেও বৃষ্টির পানি জমে আছে।
Originally posted 2020-07-21 07:48:44.