
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন করোনায় আক্রান্ত

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন করোনায় আক্রান্ত হয়েছেন। প্রবল জ্বর নিয়ে তিনি হাসপাতালে ভর্তি। প্রথমে তাঁর করোনাপরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও দ্বিতীয়বার পজিটিভ আসে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অফিসের দুই জন করোনায় আক্রান্ত হয়েছেন। কেন্দ্রীয় সরকারি অফিস ও মন্ত্রণালয়ে করোনায় আক্রান্ত হয়েছেন অন্তত ২৫০ জন কর্মী ও অফিসার। দিল্লি পুলিশের একজন এ্যাসিস্টেন্ট পুলিশ অফিসারও করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর বেরিয়েছে। ফলে দিল্লি প্রশাসনে করোনার প্রভাব ভালোভাবেই টের পাওয়া যাচ্ছে।
সত্যেন্দ্র জৈন যতদিন চিকিৎসাধীন থাকবেন, ততদিন স্বাস্থ্য মন্ত্রণালায়ের অস্থায়ী দায়িত্বে থাকবেন উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। সত্যেন্দ্র জৈন করোনায় আক্রান্ত হওয়ার আগের কয়েকদিন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, সিসোদিয়া এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও বৈঠক করেছেন। লেফটানান্ট গভর্নর অনিল বৈজলের সঙ্গেও তাঁর বৈঠক হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বহু অফিসারের সঙ্গেও তিনি নিয়মিত বৈঠক করেছেন।
দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ছাড়িয়েছে। রাজধানীতে লকডাউন কার্যত তুলে দেওয়ার পর থেকে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়েছে।
দিল্লির নয়টি স্টেশনে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ট্রেনের কোচ লাগানো হয়েছে। সেখানেই করোনা আক্রান্তদের রেখে চিকিৎসা করা হবে। রাজ্য সরকার হল, হোটেল নিয়ে সেগুলিকে করোনা রোগীদের অস্থায়ী চিকিৎসাকেন্দ্রে রূপান্তরিত করছে। কারণ, দিল্লিতে করোনা রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে আর রোগী ভর্তি করা যাচ্ছে না। তাছাড়া যে হারে রোগীর সংখ্যা বাড়ছে, তাতে ভবিষ্যতের কথা ভেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
Originally posted 2020-06-19 12:10:31.