
মেসিদের করোনা টেস্ট আজ

ঢাকা : স্প্যানিশ সরকার ফুটবলারদের অনুশীলনের অনুমতি দিয়েছে আগেই। এখন ট্রেনিং গ্রাউন্ডে নামার পালা বার্সেলোনার ফুটবলারদের। আগামী কয়েক দিনের মধ্যে ব্যক্তিগত অনুশীলনে নামবেন লিওনেল মেসিরা। তবে ব্যক্তিগত অনুশীলনে নামার আগে করোনাভাইরাস কোভিড-১৯ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কাতালান জায়ান্টদের ফুটবলারদের।
বুধবার (৬ মে) ব্যক্তিগত অনুশীলন শুরুর আগে আজ ট্রেনিং গ্রাউন্ডে করোনাভাইরাসের টেস্ট হবে বার্সার ফুটবলারদের।
ট্রেনিং গ্রাউন্ডের স্বাস্থ্য সুরক্ষার পর্যাপ্ত সুযোগ-সুবিধা রয়েছে কিনা সেটাও দেখবে লিগ কর্তৃপক্ষ। তারপরেই মিলবে করোনা টেস্টের অনুমতি।
স্পেনের ক্রীড়া ও স্বাস্থ্য কর্তৃপক্ষের মধ্যে সমঝোতার পর দেশের শীর্ষ দুই বিভাগের খেলোয়াড়রা ব্যক্তিগত অনুশীলনে নামতে পারবেন। যেটা ফুটবলার ও স্টাফদের নিরাপত্তার নিশ্চয়তা দিবে।
করোনাভাইরাস মহামারীর কারণে মার্চ থেকে স্পেনে বন্ধ রয়েছে সব ধরনের ফুটবল। অনুশীলন গ্রাউন্ডে ফিরতে হলে শুধু বার্সা নয় সব ক্লাবের সব ফুটবলারকে করোনা টেস্টের মধ্য দিয়ে যেতে হবে।
লা লিগার আয়োজকরা জুনেই নতুন মৌসুম শুরু করতে চাচ্ছে।
Originally posted 2020-05-06 19:16:22.