বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

দুঃসময়ের আঁধারে প্রত্যাশার আলো নিয়ে এসেছে ঈদুল আজহা। স্বাস্থ্যবিধি আর সামাজিক দূরত্বের বাধ্যবাধকতার মধ্যেই ঈদের জামাতে অংশ নিয়েছেন মুসল্লিরা। করোনার কারণে কিশোরগঞ্জের শোলাকিয়াসহ এবারও উন্মুক্ত প্রাঙ্গণে হচ্ছে না ঈদের নামাজ।

শনিবার (১ আগস্ট) সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মোনাজাতে করোনামুক্তিসহ মানবজাতির কল্যাণ কামনা করেন মুসল্লিরা। একে একে আরো ৫টি জামাত অনুষ্ঠিত হবে এ মসজিদে।

এদিকে, সকাল সাড়ে ৮টায় বঙ্গভবনে ঈদের জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। সকাল পৌনে ৮টায় চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামায়াত।

এছাড়া, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার জামাত। পরে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করবেন সামর্থ্যবান মুসল্লিরা।

Originally posted 2020-08-01 11:47:27.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *