
করোনা ধৈর্যের পরীক্ষা নিচ্ছে : নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘করোনা ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। মানুষ কতটা কষ্ট সহ্য করতে পারে, তারও পরীক্ষা নিচ্ছে।’
তিনি বলেন, দৈনিক সংক্রমণ ও মৃত্যু সংখ্যা এতটাই বেশি যে, আশঙ্কা দিন দিন বেড়ে চলেছে। সংক্রমণের গতি সীমা অতিক্রম করেছে।
রোববার ‘মন কি বাত’ অনুষ্ঠানে এসব কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেন, এখন করোনার সঙ্গে মোকাবিলার সময় এসেছে। দেশবাসীর কাছে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে করোনা। করোনা অনেকের প্রিয়জনকে কেড়ে নিয়েছে। করোনার বিরুদ্ধে লড়াই জিততেই হবে। দেশে করোনা সঙ্কট মোকাবিলা করতে কেন্দ্র ও রাজ্যকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। প্রত্যেক রাজ্যকে সহযোগিতার আবেদন করছি। কেন্দ্র-রাজ্যকে একসঙ্গে জোট বেধে কাজ করতে হবে।
নরেন্দ্র মোদি বলেন, ‘ভয় পাবেন না। তার চেয়ে সচেতন হন। বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলুন।
তিনি বলেন, বিনামূল্যের টিকাকরণ কর্মসূচি চলবে দেশে’।
Originally posted 2021-04-26 07:02:27.