৬৭ বছর পর নারীর মৃত্যুদণ্ড কার্যকর করলো যুক্তরাষ্ট্র

৬৭ বছর পর প্রথম একজন নারী আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। মৃত্যু দণ্ডাদেশ পাওয়া ওই নারীর নাম লিসা মন্টেগোমারি। আগামী ৮ ডিসেম্বর লিথাল ইঞ্জেকশনের মাধ্যমে তার মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হবে বলে দ্যা গার্ডিয়ান খবর প্রকাশ করেছে।

ওই খবরে বলা হয়েছে, ২০০৪ সালে লিসা একজন গর্ভবতী নারীকে শ্বাসরোধে হত্যা শেষে তার পেট চিড়ে গর্ভের সন্তানকে বের করে অপহরণ করেন। এই অপরাধে তাকে ওই শাস্তি দেন আদালত। ১৯৫৩ সালের পর এই প্রথম কোনো নারীকে এমন শাস্তি দেয়া হলো।

যুক্তরাষ্ট্রে সর্বশেষ ১৯৫৩ সালের ১৮ ডিসেম্বর কোনো নারী আসামির মৃত্যুদণ্ড দেওয়া হয়। ওই নারীর নাম বনি ব্রাউন হিডি। তিনি অপহরণ ও হত্যা মামলার আসামি ছিলেন। একই বছর ইথেল রোজেনবার্গ নামে এক নারীকে গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যদণ্ড দেয় দেশটি।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *