৩০ দিনে দক্ষিণ আফ্রিকায় ২৬ বাংলাদেশির করোনায় মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় গত এক মাসে ২৮ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এই ২৮ জনের মধ্যে অধিকাংশই করোনা আক্রান্ত হয়ে এবং ২ জন ডাকাতের গুলিতে খুন হয়েছেন। বর্তমানে শতাধিক বাংলাদেশি নাগরিক করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রয়েছেন।

সর্বশেষ বৃহস্পতিবার এক দিনের ব্যবধানে ৪ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন করোনা আক্রান্ত হয়ে এবং একজন ডাকাতের গুলিতে খুন হয়েছেন।

দেশটির হাউটেং (জোহানেসবার্গ) প্রদেশে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার জিল্লুর রহমান করোনা আক্রান্ত হয়ে দীর্ঘ দুই সপ্তাহ চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকালে মৃত্যুবরণ করেছেন। তাকে আজ জোহানেসবার্গে দাফন করা হয়েছে। অপরদিকে লিম্পুপু প্রদেশের মাসিনাতে সিলেট বিয়ানীবাজার উপজেলার শেরপুরের বাসিন্দা শিপন মাহামুদ করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মৃত্যুবরণ করেছেন।

নর্থওয়েস্ট প্রদেশের কালাসড্রপ এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে জসিম তালুকদার নামে অপর এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার মধ্যপাড়া এলাকার বাসিন্দা।

অপর ঘটনায় বুধবার সন্ধ্যায় ইস্টার্ন কেপ প্রদেশের আলিওয়েল নর্থ এলাকায় সশস্ত্র কৃষ্ণাঙ্গ ডাকাতের গুলিতে খুন হয়েছেন নোয়াখালী সদর উপজেলার সাহাপুর গ্রামের বাসিন্দা আবদুল জাহের বাহার। কয়েকজন সশস্ত্র কৃষ্ণাঙ্গ ডাকাত কাস্টমার সেজে বাহারের দোকানে গিয়ে গুলি করলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

Originally posted 2021-07-17 05:42:54.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *