১৩ বছর পর ‘মৃত’ কিশোর থানায় হাজির!

হত্যা ও গুম করার অভিযোগে দায়ের করা মামলার ‘ভিকটিম’ জীবিত অবস্থায় ফিরে এসেছেন ১৩বছর পর। নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড় গ্রামের রুবেল নামে এক কিশোরকে হত্যার পর গুম করা হয়েছিল বলে আদালতে মামলা করেছিলেন তার পরিবার।

মামলায় দুইজন মুক্তিযোদ্ধাসহ ১৯জনকে আসামী করে ২০০৭ সালে দায়ের করা ওই মামায় জেলও খেটেছেন কয়েক আসামি। এরই মধ্যে বৃহস্পতিবার রাত ৯টার দিকে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সেই কিশোর রুবেল জীবিত-অক্ষত এবং যুবক অবস্থায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হাজির হন।

বিষয়টির সত্যতা স্বীকার করে পুলিশ সুপার জায়েদুল আলম বলেছেন, মামলাটি বেশ পুরোনো। পুলিশ ও ডিবি এর আগে মামলাটি তদন্ত করেছিল। শুক্রবার ভিকটিমকে আমরা আদালতের জিম্মায় দেবো এবং আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Originally posted 2021-05-21 13:18:39.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *