সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শেষ বিদায়

সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানানোর আয়োজন ছিলো মুম্বাইয়ের শিবাজি পার্কে। লতা মঙ্গেশকরের শেষকৃত্যে বিনোদন দুনিয়া থেকে রাজনৈতিক দুনিয়ার ব্যক্তিত্বরা সব মিলেমিশে একাকার। শেষ শ্রদ্ধা জানাতে যেমন পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তেমনি উপস্থিত হয়েছিলেন শচীন-শাহরুখরাও।

এদিন বিকেলের দিকে প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন শাহরুখ। সঙ্গে ছিলেন তার ম্যানেজার পূজা। লতার মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান শাহরুখ। এরপর লতার সামনে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে তিনি প্রার্থনা করেন মুসলিম রীতিতে, আর তার ম্যানেজার পূজা প্রার্থনা করেন হিন্দুরীতিতে! আর এই মুহূর্তটি ধরা পড়ে স্থিরচিত্রে।

মুহূর্তে ছবিটি ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। অসংখ্য মানুষ সেই ছবিটি শেয়ার করে ‘বহুত্ববাদের মিলনতীর্থ’ বলে আখ্যা দিচ্ছেন। বলছেন, ভারতবর্ষ বহুকাল ধরে যে অসাম্প্রদায়িক চেতনার চর্চা করে আসছে, লতার শেষ বিদায়ে শাহরুখ-পূজার এই ছবিটি যেনো তারই প্রতিফলন!

 

 

এছাড়া কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রয়াত শিল্পীর মরদেহে পুষ্পার্ঘ অর্পণের পাশাপাশি মাথা নীচু করে শেষ বারের মতো তাকে প্রণাম করেন তিনি।

মরদেহে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাভেদ আখতার, রাজ ঠাকরে প্রমুখ। এই মুহূর্তে শিবাজি পার্কের মাঠে বাজানো হচ্ছে লতা মঙ্গেশকরের বিভিন্ন গান। আট জন পুরোহিত শেষকৃত্যের আচার পালন করবেন। এটি মন্ত্রোগ্নি হিসেবে পরিচিত।

বিগত ২৭ দিন ধরে করোনা, চলেছে নিউমোনিয়ার সাথে লড়াই। ৯ জানুয়ারি লতার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। সেখানে অবস্থার অনেকটাই উন্নতি হয়েছিল লতার।

৩০ জানুয়ারি তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে। ভেন্টিলেশন থেকে বের করেও নিয়ে আসা হয় সুরসম্রাজ্ঞীকে। এরপর ৬ ফেব্রুয়ারি সকাল ৮টা ১২ মিনিটে না ফেরার দেশে চলে গেলেন লতা মঙ্গেশকর।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *