লাদাখ সীমান্তে ভারতের ২০ সৈন্য হত্যা করেছে চীন

বিরোধপূর্ণ কাশ্মীর অঞ্চলের লাদাখ সীমান্তে চীন ২০ জন ভারতীয় সৈন্যকে হত্যা করেছে বলে অভিযোগ করছেন ভারতীয় সেনাবাহিনী।
মঙ্গলবার ভারতীয় সেনা কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন। তবে চীনের তরফ থেকে এ ব্যাপারে এখনও কোন তথ্য জানা যায়নি।
ভারতীয় সেনাবাহিনীর আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ১৭ জন ভারতীয় সৈন্য প্রচন্ড ঠান্ডা ও সংঘর্ষে গুরুতর আহত হয়, এবং পরে মৃত্যুবরণ করে। তবে স্থানীয় সংবাদ মাধ্যমে বলছে, ভারতীয় সৈন্যদের পিটিয়ে হত্যা করা হয়েছে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, ভারত সোমবার দু’দফায় সীমান্ত লংঘন করে, উস্কানি দেয় এবং চীনের সৈন্যদের আক্রমণ করে। এর ফলে দুদেশের সীমান্ত রক্ষীদের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে।
ভারতের বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, সবশেষ তথ্য মতে চীনের ৪৩ জন সৈন্যের হতাহতের খবর পাওয়া গেছে।

Originally posted 2020-06-17 03:08:24.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *