যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ২০

মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডায় বন্দুক হামলাকারীর এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন অন্তত ২ জন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জনেরও বেশি। স্থানীয় পুলিশের পরিচালক আলফ্রেডো র‌্যামিরেজ এক টুইট বার্তায় এ খবর নিশ্চিত করেছে মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজ।

বিবিসি জানায়, মিয়ামির উত্তরের হায়েলিয়াহ নগরীতে স্থানীয় সময় রোববার প্রথম প্রহরের দিকে (২৪:০০ থেকে ০১:০০) (জিএমটি ০৪:০০-০৫:০০) গোলাগুলির ওই ঘটনা ঘটে।

পুলিশের পরিচালক আলফ্রেডো রামিরেজ সাংবাদিকদের জানান, একটি সাদা গাড়ি থেকে হঠাৎ তিন ব্যক্তি রাইফেল ও হাতবন্দুক নিয়ে বেরিয়ে এসে ভিড় লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করেন। আহত অন্তত এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

এক টুইটে পুলিশের পরিচালক রামিরেজ আরও বলেন, ‘‘ঠাণ্ডা মাথার ওই ঘাতকরা ভিড় লক্ষ্য করে নির্বিচারে গুলি চালিয়েছে। আমরা এর বিচার চাই।”

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, আহত ২০ থেকে ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলি চালানোর পর সন্দেহভাজন তিন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাদের এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

রামিরেজ বলেন, ‘‘বন্দুক হাতে এ ধরনের নৃশংসতা থামাতেই হবে। প্রতি সপ্তাহান্তেই একই ধরনের ঘটনা ঘটছে। এটা পরিকল্পনা করে করা হচ্ছে। নিশ্চিতভাবেই এটা হঠাৎ হচ্ছে না।”

মাত্র কয়েকদিন আগেই ক্যালিফোর্নিয়ায় রেলের এক কর্মী গুলি করে ৯ জনকে হত্যা করে।

যুক্তরাষ্ট্রে প্রতিবছর শত শত মানুষ বন্দুক হামলার শিকার হন। বন্দুক হাতে নৃশংসতা থামাতে গত এপ্রিলে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন নতুন আইন জারির ঘোষণা দেন।

এ বছরের প্রথম ১৩২ দিনে যুক্তরাষ্ট্রে অন্তত ২০০টি গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
টুইট বার্তায় আলফ্রেডো লিখেন, কাপুরুষোচিত বন্দুক হামলার ঘটনাস্থলে উপস্থি আছি আমি। এখানে ২০ জনেরও বেশি মানুষকে গুলি করা হয়েছে। বলতে খারাপ লাগছে, তাদের ২ জন নিহত হয়েছেন।

এনবিসি নিউজ জানায়, একটি নিসান পাথফাইন্ডার গাড়িতে করে হামলাকারীরা ঘটনাস্থলে আসে। তিন জন গাড়ি থেকে বেড়িয়ে এলোপাতাড়ি গুলি করতে থাকে। এরপর তারা আবার গাড়িতে চড়ে পালিয়ে যায়।

কর্তৃপক্ষ এসে দুটো মৃতদেহ উদ্ধার করেছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে কমপক্ষে ২০ জনকে। এরমধ্যে একজনের অবস্থা গুরুতর। এখন পর্যন্ত হামলাকারীদের গ্রেফতার করা যায়নি।

Originally posted 2021-05-31 04:32:42.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *