
যুক্তরাষ্ট্র বিক্ষোভের উত্তাপ লন্ডনে

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যা প্রতিবাদে চলা বিক্ষোভের উত্তাপ এবার পৌঁছলো লন্ডনে।
শনিবার সন্ধ্যায় কয়েক হাজার মানুষের বিক্ষোভ চলাকালে অল্প সংখ্যক বিক্ষোভকারী মাউন্ট পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১৪ জন পুলিশ সদস্য আহত হয়।
রোববার লন্ডনের পুলিশ প্রধান ক্রেসিদা ডিক বলেন, বিক্ষোভকারীদের পুলিশের উপর চড়াও হওয়ার ঘটনায় আমি মর্মাহত।
মেট্রোপলিটন পুলিশ সার্ভিসের কমিশনার এক বিবৃতিতে জানান, আমি গভীর শোক ও হতাশায় আছি যে গতকাল সন্ধ্যায় মধ্য লন্ডনে প্রতিবাদকারীদের একটি সংখ্যালঘু কর্মকর্তাদের প্রতি সহিংস হয়ে উঠেছিল। এর ফলে ১৪ জন কর্মকর্তা আহত হয়েছেন।
Originally posted 2020-06-07 16:46:18.