বৈধতার দাবিতে প্যারিসে দ্বিতীয় দফা আন্দোলন

ফ্রান্সে বৈধতার দাবিতে রাজধানী প্যারিসে দ্বিতীয় দফা আন্দোলন করেছে দুই শতাধিক সংগঠনের কয়েক লাখ অভিবাসি।
শনিবার দুপুর ২ টায় স্টালিংগার্ড ও আশপাশের এলাকায় মিছিল সহকারে লাখ লাখ মানুষ জড়ো হতে থাকে। স্লোগ্যানে-স্লোগান মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সবার মুখে একটায় দাবি, বৈশ্বয়িক করোনা মহামারীকালে যে কোনো উপায়ে আমাদের বৈধতা দিতে হবে। দিতে হবে কাজের সুবিধাসহ সবধরণের সরকারি সুযোগ সুবিধা।
বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন সংগঠনের মতো আন্দোলনে অংশ নেয় বাংলাদেশ কমিউনিটির বেশকিছু সামাজিক, রাজনীতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মী। আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তাদেরকে মিছিল করতে দেখা যায়। বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স এর সভাপতি এমডি নূর প্রবাসের আলোকে বলেন, ফ্রান্সে অবৈধদের বৈধতা দেয়ার ঘটনা আগেও ঘটেছে। ১৯৮১ সালে ১ লাখ ৩১ হাজার ও ১৯৯৭ সালে ৮০ হাজার অভিবাসিকে একসঙ্গে বৈধতা দেয়া হয়। সরকার চাইলে করোনাভাইরাসের এ কঠিন সময় এবারও যে কোনো উপায়ে অবৈধদের বৈধতা দিতে পারে। নিজে ফরাসি নাগরিক হয়েও মানবিক কারণে এ আন্দোলনে শরিক হয়েছি বলে উল্লেখ করেন তিনি।


আন্দোলনস্থল থেকে প্রবাসের আলোর সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশী বংশদ্ভুত ফরাসী নাগরিক ও বিশিষ্ট রাজনীতিক আব্দুল মুনেম জুনেদ, বলেন, অধিকার আদায়ের আন্দোলনে আজ বহু মানুষ সমবেত হয়েছেন। যেখানে বাংলাদেশ কমিউনিটির উপস্থিতি উল্লেখযোগ্য। তিনি বলেন, গত ৩০ জুন প্রথম দফার আন্দোলনে প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা ছিলো। কিন্তু আজকে সে ধরণের কোনো বাধানিষেধ নেই। পুলিশের সহযোগিতাও লক্ষনীয়। যা ভালো ইঙ্গিত বহন করে। শিগগিরই অভিবাসিদের জন্য ভালো সংবাদ আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Originally posted 2020-06-20 22:54:11.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *