
বিক্ষোভকারীদের উদ্দেশ্যে ট্রাম্পের হুমকি

জর্জ ফ্লয়েডের মৃত্যুতে যুক্তরাষ্ট্রে যারা বিক্ষোভ করছে তাদের শান্ত করতে সেনাবাহিনী পাঠানোর হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে বিক্ষোভ থামাতে বিক্ষোভকারীদের ওপর কুকুর লেলিয়ে দেওয়ারও হুমকি দেন তিনি।
মঙ্গলবার মিডিয়া ক্যাপশন ট্রাম্প নিজেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা করে তিনি বলেন, পুলিশ হেফাজতে একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যুর ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান নাগরিক অশান্তি রোধে সেনা পাঠানো হবে।
জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদ গত এক সপ্তাহ ধরে বিভিন্ন রাজ্যে ব্যাপক বিক্ষোভ চলছে।
এদিকে সোমবার রাতে মিসৌরির সেন্ট লুইসে বিক্ষোভ চলাকালীন সময় চার পুলিশ গুলিবিদ্ধ ও আহত হয়েছে।
পুলিশ প্রধান কর্নেল জন হেডেন জুনিয়র সাংবাদিকদের বলেন, কিছু কাপুরুষ চারজন অফিসারদের দিকে গুলি চালিয়েছিল। যারা গুরুতর অবস্থায় হাসপাতালে আছে।
Originally posted 2020-06-02 17:23:52.