বাংলাদেশে টিকার নিবন্ধন বন্ধ

দেশে করোনাভাইরাসের টিকা গ্রহণের নিবন্ধন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।টিকার ঘাটতি থাকায় প্রথম ডোজ দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল আগেই। এবার টিকার নিবন্ধনও বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

টিকা নিবন্ধনের ওয়েব সাইটেও অস্থায়ীভাবে নিবন্ধন কার্যক্রম বন্ধের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

অধ্যাপক সেব্রিনা ফ্লোরা বলেন, ‘টিকা সংকটের কারণে ইতোমধ্যে আমরা প্রথম ডোজ দেওয়া বন্ধ করে দিয়েছি। তারপরও আমাদের প্রায় ১৪ লাখের মতো টিকার ঘাটতি রয়েছে। এ অবস্থায় আপাতত টিকার নিবন্ধন আমরা স্থগিত করেছি।’

টিকা নিবন্ধনের ওয়েব সাইট থেকে।
‘নতুন করে প্রথম ডোজের টিকা দেওয়া যখন শুরু হবে, সে সময় আবার নিবন্ধন চালু করা হবে। এর মধ্যে আমরা বাকি টিকাগুলো দ্বিতীয় ডোজ হিসেবে দিতে থাকব।’

এর আগে গত ২৬ এপ্রিল থেকে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রথম ডোজের টিকাদান বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে টিকা সংকটের মধ্যে বাংলাদেশকে দেওয়া চীনের উপহারের পাঁচ লাখ টিকা আগামী ১২ মে দেশে আসবে বলে জনিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

তিনি বলেছেন, ‘ইতিমধ্যে চীন আমাদের পাঁচ লাখ টিকা উপহার হিসেবে দেওয়ার কথা ঘোষণা করেছে। উপহারের সেই টিকা ১২ মে তারা আমাদের পাঠাবে বলে জানিয়েছে।’

দেশটির কাছ থেকে উপহারের টিকার পাশাপাশি বাণিজ্যিকভাবে টিকা সংগ্রহরে চেষ্টাও বাংলাদেশ চালাচ্ছে বলেও জানান মন্ত্রী।

Originally posted 2021-05-05 21:46:37.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *