ফ্রান্সে কৃষ্ণাঙ্গ শিল্পীকে পেটানোর অভিযোগে ৪ পুলিশ গ্রেফতার

ফ্রান্সের রাজধানী প্যারিসে কৃষ্ণাঙ্গ সঙ্গীতশিল্পী মাইকেল জেকলারকে পেটানোর অভিযোগে চার পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাদেরকে গ্রেফতার করা হয়।
জেকলারকে পেটানোর একটি ভিডিও ইতিমধ্যে প্রকাশিত হয়েছে লুপসাইডার নামের একটি নিউজ ওয়েবসাইটে৷

লুপসাইডারের প্রকাশিত ভিডিওতে দেখা যায় নিজের মিউজিক স্টুডিওতে ঢুকতে চেষ্টা করছেন মাইকেল জেকলার৷ সেই মুহূর্তেই দরজার পাশে তাঁকে চেপে ধরেন তিনজন পুলিশকর্মী৷ বেধড়ক মারধোর করার সময় কোনোমতে নিজেকে বাঁচান জেকলার৷ বন্ধ করে দেন স্টুডিওর দরজা৷ এরপর চতুর্থ পুলিশকর্মী স্টুডিওর জানালা দিয়ে একটি টিয়ার গ্যাসবোমা ছুঁড়ে দেন তাঁর স্টুডিওর ভেতর৷ পুরো ঘটনাটিই ধরা পড়েছে ভা়ইরাল হওয়া সেই ভিডিওতে৷

এই ঘটনার বিচারকার্যে রত ম্যাজিস্ট্রেট সংবাদসংস্থা এএফপিকে জানান যে তাঁরা তিনজন পুলিশকর্মীকে ‘কর্তৃপক্ষের অংশ হয়েও জেনেশুনে সহিংসতায় লিপ্ত হওয়ার ও জালিয়াতির অপরাধে’ অভিযুক্ত করেছে৷ চতুর্থজন অভিযুক্ত ‘জেনেশুনে সহিংসতায় লিপ্ত হওয়ার অপরাধে’৷

এই চার পুলিশকর্মীর বিরুদ্ধে উঠছে বর্ণবাদী বৈষম্য ও মিথ্যা পুলিশিবিবৃতি দেবার অভিযোগও৷

ফ্রান্সে বর্তমানে আলোচিত একটি বিল আইনে পরিণত হলে যে কোনো পুলিশি কার্যকলাপের ছবি বা ভিডিওধারণ আইনত নিষিদ্ধ হয়ে যাবে৷ এই আইন ফ্রান্সের জাতীয় অ্যাসেমব্লিতে পাস হলেও এখন সেনেটে পাস হবার অপেক্ষায়৷ শুক্রবারে এই ঘটনার পর প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ ঘটনার নিন্দা জানিয়ে এটিকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়েছেন৷

এই ঘটনার পেছেন বর্ণবাদী মনোভাব থাকার সম্ভাবনাকেও ফেলে দিচ্ছেন না মাক্রোঁ, তাই সরকারকে অবিলম্বে বৈষম্যরোধী কিছু প্রস্তাব করতে আহ্বান জানান তিনি৷
পুলিশের এই নির্মম আচরণ একদিকে ও অন্যদিকে বিতর্কিত বিল, দুই নিয়ে বর্তমানে উত্তাল ফ্রান্সের রাজপথ৷ প্রতিবাদ হচ্ছে রাজধানীসহ স্ট্রাসবুর্গ, মার্সাই, লিওন ও রেন শহরে৷ প্রায় পাঁচ লাখ মানুষের প্রতিবাদে অংশগ্রহণের খবর জানা গেছে৷

Originally posted 2020-11-30 16:33:33.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *