
ফরাসী পৌর নির্বাচনে দ্বিতীয় দফায় হবে দুর্দান্ত লড়াই

আগামী ২৮ জুন-রোববার ফ্রান্সের প্রধান শহরগুলিতে পৌরসভা নির্বাচনের দ্বিতীয় দফায় দুর্দান্ত লড়াই হবে বলে মনে করছেন নির্বাচনে অংশগ্রহণকারী বহু প্রার্থী। ইতোমধ্যে নির্বাচনে জয়ী হয়ে ফলাফল ঘোষণার অপেক্ষায় আছেন মার্সেই, লিয়ন, টলাউস, স্ট্র্যাসবুর্গ এবং বোর্দাক্সের পৌর নির্বাচনে অংশগ্রহণকারী প্রায় ৩০,০০০ মেয়র। যারা ৫ মার্চ নির্বাচনের প্রথম দফায় সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে নির্বাচিত হয়েছেন। আর ২৮ জুন-রোববার প্যারিস, মার্সেই এবং লিওনের ভোটাররা বেছে নেবেন কে তাদের শহরগুলি আগামী ছয় বছরের জন্য পরিচালনা করবেন।
কোভিড -১৯ এর কারণে দ্বিতীয় দফায় তিন মাসেরও বেশি সময় পর প্রার্থীরানিজেদের শহরগুলিতে বিজয়ী হতে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। তবে এপর্যন্ত ফ্রান্সের প্রধান শহরগুলিতে ফরাসি রাষ্ট্রপতি এমমানুয়েল ম্যাক্রোনের লা রেপুব্লিক এন মারচে (এলআরএম) এর বিপরীতে ইউরোপ ইকোলজি-গ্রিনস পার্টি (ইইলভি) এগিয়ে রয়েছে।
এবারের পৌর নির্বাচনে অন্তত ১২ জন বাংলাদেশী বংশদ্ভুত ফরাসি নাগরিক কাউন্সিলর পদে অংশগ্রহণ করছেন।যারা দ্বিতীয় দফা নির্বাচনে জয়ী হতে নিজেদের পক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচানা চালাচ্ছেন। তবে কেউ-কেউ প্রথম দথা নির্বাচনে অকৃতকার্য হয়ে নির্বাচন থেকে ছিটকে পড়েছেন বলেও প্রবাসের আলোকে জানিয়েছেন।
Originally posted 2020-06-26 11:03:13.