প্রধানমন্ত্রীর উদ্দেশে ডা. মুরাদের স্ট্যাটাস

ফোনালাপ ফাঁসের ঘটনায় মন্ত্রিসভা থেকে সদ্য পদত্যাগকারী ডা. মো. মুরাদ হাসান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন।

বুধবার (৮ ডিসেম্বর) তিনি নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে ক্যাপশনে মুরাদ লেখেন, মাননীয় প্রধানমন্ত্রী, পরম শ্রদ্ধেয় মমতাময়ী মা, বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা, আমি যে ভুল করেছি, তার জন্য আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেবেন। আপনি যে সিদ্ধান্ত দেবেন, তা আমি সবসময়ই মাথা পেতে নেব আমার বাবার মতো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।

নানা বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসার পর ডা. মুরাদের একটি কল রেকর্ড ফাঁস হয়। এরপর প্রধানমন্ত্রী তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন। ডা. মুরাদ তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *