
প্যারিসেও-যুক্তরাষ্ট্র বিক্ষোভের উত্তাপ-২০ হাজার মানুষের বিক্ষোভ

অ্যাডামা ট্রোরি 24 বছর বয়সী কৃষ্ণাঙ্গ যুবক। যে ২০১৬ সালে ফ্রান্স পুলিশি হেফাজতে নিহত হয়। সে সময় এর প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। গঠিত হয় অ্যাডামা ট্রোরি পরিবারের সমর্থক গোষ্ঠি।
মঙ্গলবার সন্ধ্যায় অ্যাডামা ট্রোরি পরিবারের সমর্থক গোষ্ঠির ২০ হাজার সমর্থক প্যারিসের প্লাস দ্যো ক্লিসি এলাকায় বিক্ষোভ করে।
প্রথমে তারা জনসভার অনুমতি চাইলে পুলিশ অনুমতি দেয়নি। পরে নিষধাঞ্জা অমান্য করে ২০ হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকে। দফায়-দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পিরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে কাঁদানে গ্যাস ছুঁড়তে দেখা যায়।
ঘটনাটি এমন সময়ের যখন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে একইভাবে নিহত হতে হয়েছে। তার মৃত্যুতে ফুঁসে উঠেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে সপ্তাহজুড়ে চলছে বিক্ষোভর আগুন। ঠিক যেনো সে আগুনের উত্তাপ এসে পৌঁছাছে ফ্রান্সের রাজধানী প্যারিসে।
Originally posted 2020-06-03 04:24:37.