
প্যারিসে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

ফ্রান্সের রাজধানী প্যারিসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফজলুল হক রুমেল নামে এক প্রবাসী মৃত্যুবরণ করেছেন।
মঙ্গলবার দুপুরে প্যারিসের ক্রীমি-রোজা পার্ক এলাকায় স্কুটারের সাহায্যে খাবার ডেলিভারির কাজ করার সময় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তিনি মৃত্যুবরণ করেন।
রুমেলের গ্রামের বাড়ি মোলভীবাজার জেলার জুড়ি উপজেলায়। তিনি কাজের পাশাপাশি ফ্রান্স ইলেভেন স্টার ফুটবল ক্লাবের অন্যতম খেলোয়াড় ছিলেন।
রুমেলের এমন অকাল মৃত্যুতে বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। যারা স্কুটারের সাহায্যে হোম ডিলিভারির কাজের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দেয়া হয়েছে।
Originally posted 2021-05-05 04:35:43.